এবার ভার্চুয়াল মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে মানুষের প্রশ্নের উত্তর দেবেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। করোনার কারণে তাঁর জনতার দরবার অনুষ্ঠিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক পেজ থেকে জনতার দরবারে এসে একদিকে যেমন তিনি তাঁর দলের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করবেন, ঠিক তেমনই সোশ্যাল মিডিয়ায় জনগণের নানা প্রশ্নের উত্তর দেবেন তিনি।
করোনা সংক্রমণের জেরে ইতিমধ্যেই বড় বড় সভা বাতিল হয়েছে। নিয়ম মেনে বাতিল করা হয়েছে রোড শো। তাই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে এবার শেষ মুহূর্তের প্রচার চালাচ্ছেন একাধিক রাজনৈতিক দলের নেতারা। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু বক্তব্য রাখবেন না। শুনবেন কথা, এমনকী তিনি নানা প্রশ্নের উত্তর দেবেন। আজ সন্ধ্যা ৭’টায় সোশ্যাল মিডিয়ায় লাইভ হয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়। এই লাইভ থেকেই তিনি ঘোষণা করবেন বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি। তবে সবটাই এখন কোভিড প্রোটোকল মেনে।