রাজগঞ্জের জিয়াগঞ্জে সকাল-সকাল ভয়ঙ্কর ঘটনা। বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হলেন এক ট্রাকের সহকারি চালক। তাকে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের জিয়াগঞ্জ মোড়ে। ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক।
স্থানীয়রা জানিয়েছেন, জিয়াগঞ্জ মোড়ে একটি শুকরের খামার রয়েছে। এদিন শুকর বোঝাই একটি ট্রাক ওই খামারে ঢোকে। সহকারি চালক ট্রাকের উপরে উঠতেই খামারের উপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে বিদ্যুৎপিষ্ট হয় এবং নিচে ছিটকে পড়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।