প্রার্থীকেই চেনেন না BJP-র জেলা সভাপতি, নাম ঘোষণা হতেই ক্ষোভ আলিপুরদুয়ারে

আলিপুরদুয়ার: দলের তরফে প্রার্থীদের চেনেনই না বিজেপির জেলা সভাপতি। রবিবার রাজ্যের ৬৩টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি। আলিপুরদুয়ার জেলার ৫টি আসনের মধ্যে ৪টি তে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণার পরই ক্ষোভ প্রকাশ করেছেন BJP জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা।

তিনি বলেন, ‘অশোক লাহিড়ী নামের একজন আলিপুরদুয়ারের প্রার্থী হয়েছেন। আমি নিজেই তাকে চিনি না। দুদিন আগে মোর্চা থেকে বিজেপিতে জয়েন করেছে বিশাল লামা। তাকে কালচিনিতে প্রার্থী করা হয়েছে। প্রার্থী নিয়ে জেলাকে কিছুই জানানো হয়নি। জানিনা কেন ফালাকাটার প্রার্থীর নাম ঘোষনা করা হয়নি। মাদারিহাট আর কুমারগ্ৰামে যেহেতু আমাদের দলের লোক সেটা ঠিক আছেছে। কিন্তু কালচিনি ও আলিপুরদুয়ার আসনে ওদের প্রার্থী করায় এই জেলার সম্মানহানি হয়েছে। এই ব্যাপারে আমি চিন্তাভাবনা করব।’

যদিও তিনি কি করবেন, তা স্পষ্ট নকরেননি। এদিকে প্রার্থীদের নাম ঘোষণার পরই রাজ্য জুড়ে বিজেপির অন্দরমহলে ক্ষোভের ছবি ধরা পড়ছে।

About The Author