টিকিট মেলেনি! BJP-র সঙ্গে আড়ি শোভন-বৈশাখীর

কলকাতা: বিজেপির প্রার্থীপদ ঘোষণা হতেই মতবিরোধ। ভোটে প্রার্থীর টিকিট না পেয়ে বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। রবিবার তৃতীয় এবং চতুর্থ দফার প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি।

প্রার্থী তালিকায় তাদের নাম না থাকায় চরম অসন্তোষ প্রকাশ করেছেন শোভন এবং বৈশাখী। এখানেই থেমে না থাকে তারা দিলীপ ঘোষকে দলত্যাগের সিদ্ধান্ত জানিয়ে চিঠি পাঠিয়েছেন। সূত্র মারফত জানা যাচ্ছে, বেহালা পূর্ব কেন্দ্রে টিকিট না পাওয়ায় বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই কেন্দ্রে পায়েল সরকারকে প্রার্থী করা হয়েছে।

খবর রয়েছে, বিজেপি তরফে তাকে বেহালা পশ্চিম কেন্দ্রের প্রার্থী দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি শোভন। পাশাপাশি বৈশাখীকেও প্রার্থীপদ দেয়নি বিজেপি। এ নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন তারা। দল ও পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে দিলীপ ঘোষকে চিঠি পাঠিয়েছেন তিনি।

 

About The Author