ব্যারাকপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী

কলকাতা: পরিচালক রাজ চক্রবর্তী এবার বিধায়ক পদ প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে। রাজ্যের ২৯১টি বিধানসভা কেন্দ্রে তৃণমূল পদপ্রার্থীদের নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিছুদিন আগেই তৃণমূলে যোগদান করেছেন টলিপাড়ার এক ঝাঁক তারকা। একুশের নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে থেকেই দলে দলে নজর কেড়েছেন টলি তারকারা।

কদিন আগেই হুগলিতে মুখ্যমন্ত্রীর জনসভায় জুন মালিয়া, সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তী এবং সঙ্গে মনোজ তিওয়ারি তৃণমূলে যোগ দেন। প্রত্যাশামতই সম্প্রতি দলে যোগ দেওয়া রাজ চক্রবর্তীকে তৃণমূল প্রার্থী করা হল। এদিকে বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী। তিনিও বিজেপির হয়ে প্রার্থীপদ পান কিনা সেটাই এখন দেখার। অর্থাৎ নেতা নয় অভিনেতারাও ভোটের খেলার ময়দানে নেমে পড়েছেন। জেতা-হারা সব কৌতুহল মেটাতে অপেক্ষা করতে হবে আগামী ২ মে পর্যন্ত।

About The Author