জলপাইগুড়ি: বিয়ের অনুষ্ঠানেও নবদম্পতির হাতে ‘খেলা হবে’ স্লোগান লেখা উপহার তুলে দেওয়া হল। ভোটের আবহে মজার ঘটনা জলপাইগুড়ির রাজগঞ্জে। বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়। বিরোধী হোক, কিংবা শাসক দল, সকলের মুখে মুখেই এখন ‘খেলা হবে’ স্লোগান। এর আগেই বেশকিছু জায়গায় বিয়ে বাড়ির অনুষ্ঠানে ‘খেলা হবে’ স্লোগান তুলে নাঁচ-গানের ভিডিও প্রকাশ্যে এসেছে। এবার বিয়ের অনুষ্ঠানে নতুন জুটিকে দেওয়া উপহারেও ‘খেলা হবে’ স্লোগান। এমন ছবি ধরা পড়ল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে বাজার সংলগ্ন একটি বিয়েবাড়িতে। রাজগঞ্জ বাজার সংলগ্ন ওই বিয়েবাড়িতে প্রীতিভোজের অনুষ্ঠানে নবদম্পতিকে এমনই উপহার দিলেন বরের বন্ধুরা। শুক্রবার রাজগঞ্জে অমরজিৎ দেবনাথ এবং পারমিতা সরকারের বৌভাত অনুষ্ঠানে নবদম্পতির হাতে উপহার তুলে দেন অমরজিতের বন্ধু ইয়াসিন-সঞ্জয়-সুমনেরা। উপহারের বাক্সের উপর লেখা হয়েছে ‘খেলা হবে’ স্লোগান। জানা গিয়েছে, তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের সমর্থক। ভোটের আবহে বন্ধুর বিয়ের অনুষ্ঠান, তার ওপর দিকে দিকে খেলা হবে স্লোগানের হিড়িক। তাই এমন অভিনব চিন্তাভাবনা।