অনলাইনে ভর্তির ক্ষেত্রে কলেজ কোনও টাকা নিতে পারবে না, ঘোষণা শিক্ষামন্ত্রীর

কলকাতা: অনলাইনে অ্যাডমিশনের ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে কলেজ কোনও টাকা নিতে পারবে না। বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এমনই ঘোষণা করলেন। অ্যাডমিশনের জন্য কোনও অ্যাপ্লিকেশন ফি বা প্রসপেক্টাস ফি বাবদ টাকা দিতে হবে না ছাত্র-ছাত্রীদের। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় এমনই জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন তিনি বলেন, ‘বেশ কিছু কলেজ প্রসপেক্টাস ফি বাবদ ছাত্র-ছাত্রীদের থেকে টাকা নিচ্ছে বলে অভিযোগ আসছে। এবারের করোনা পরিস্থিতি মাথায় রেখে প্রসপেক্টাস ফি অনলাইন অ্যাডমিশনের জন্য কোন ডকুমেন্ট আপলোড করা থেকে শুরু করে অনলাইন অ্যাডমিশন প্রক্রিয়ার জন্য কোনও টাকা ছাত্র-ছাত্রীদের থেকে নেওয়া যাবে না। কলেজগুলিকে সেই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হচ্ছে।’ মঙ্গলবার রাতেই উচ্চ শিক্ষা দপ্তরের তরফে অনলাইন অ্যাডমিশন প্রক্রিয়ার জন্য সর্বাধিক ১৫০ টাকা নেওয়ার কথা রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে জানিয়ে নির্দেশ জারি করা হয়। শিক্ষামন্ত্রীর এদিনের ঘোষণার পর উচ্চশিক্ষা দপ্তরের আগের নির্দেশিকার আর কোনও কার্যকারিতা রইল কিনা সে নিয়ে অবশ্য দ্বিধা থেকেই গেল।

https://www.facebook.com/RNFNewsOfficial/videos/215742499878022/

রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের সুপারিশ মোতাবেক বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়গুলির স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া শুরু করে দিয়েছে। উচ্চ শিক্ষা দফতরের নির্দেশ মোতাবেক রাজ্যের সব কলেজেই এবার অনলাইনে অ্যাডমিশন প্রক্রিয়া করছে। কারণ এই করোনা পরিস্থিতিতে যাতে কোনও ছাত্রছাত্রীকে কলেজে আসতে না হয় তার জন্য এবছর অনলাইনেও ব্যাঙ্কগুলিকে যাতে টাকার ব্যবস্থা করা যায় সেই বিষয়ক দফতর নির্দেশ দিয়েছিল কলেজ গুলিকে। ইতিমধ্যেই বেশিরভাগ কলেজ ই অনলাইন অ্যাডমিশন প্রক্রিয়া শুরু করে দিয়েছে। তারই মধ্যে উচ্চ শিক্ষা দফতরের বারবার নির্দেশিকা নিয়ে সমস্যায় পড়ছেন কলেজের অধ্যক্ষরা। বুধবারই রাজ্যের কলেজের অধ্যক্ষদের কাছে অনলাইন অ্যাডমিশন প্রক্রিয়াতে ছাত্র-ছাত্রীদের থেকে মাথাপিছু ১৫০ টাকার বেশি টাকা নেওয়া যাবে না এই মর্মে নির্দেশিকা জারি করা হয়। বৃহস্পতিবার সেই নির্দেশিকার কার্যত বদল ঘটল। সাধারণত কলেজগুলি অ্যাডমিশন প্রক্রিয়ার জন্য অ্যাপ্লিকেশন ফি বাবদ একটি নির্দিষ্ট সংখ্যক টাকা নেয় ছাত্র-ছাত্রীদের থেকে। যদিও কলেজগুলির ওপরেই নির্ভর করে থাকে ছাত্র-ছাত্রীদের থেকে অ্যাপ্লিকেশন ফি বা প্রসপেক্টাস ফি বাবদ কত করে টাকা নেওয়া হবে। এদিনের শিক্ষামন্ত্রী ঘোষণা থেকে কার্যত স্পষ্ট হয়ে গেল এ বছর অনলাইন অ্যাডমিশন প্রক্রিয়ায় কার্যত বিনামূল্যে সুবিধা পাবেন ছাত্রছাত্রীরা।

About The Author