নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে দিল্লির রাজপথে ভারতীয় সেনা, আধাসামরিক বাহিনী ও সাংস্কৃতিক ট্যাবলো দেখে মুগ্ধ হলেন ইউরোপীয় নেতারা। আরও অবাক হলেন সাইলেন্ট ওয়ারিওরদের চাক্ষুষ করে। দেখুন ভিডিও
এ বছর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁদের স্বাগত জানান এবং ভারত-ইইউ সম্পর্কের দৃঢ়তা তুলে ধরেন।
রাজপথে প্রদর্শিত হয় সেনার আধুনিক অস্ত্রশস্ত্র, যুদ্ধবিমান, ট্যাঙ্ক, ড্রোন এবং বিভিন্ন রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য। পশ্চিমবঙ্গের ট্যাবলোতে মাতঙ্গিনী হাজরা, সুভাষচন্দ্র বসু ও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতীকী মডেল নজর কাড়ে।
ইউরোপীয় নেতারা বলেন, ভারতের বহুত্ববাদী সংস্কৃতি ও সামরিক শক্তি একসঙ্গে প্রদর্শিত হওয়া সত্যিই অনন্য। তাঁরা ভারত-ইইউ অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার ইঙ্গিত দেন।
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে এ বছর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে ‘বন্দে মাতরম’ থিমকে। ভারতীয় সেনার শৌর্য ও রাজ্যের ঐতিহ্য একসঙ্গে মিশে যে দৃশ্য তৈরি করেছে, তা বিদেশি অতিথিদের কাছে ভারতের বহুমাত্রিক পরিচয়কে আরও উজ্জ্বল করে তুলেছে।

