বিরিয়ানি নিয়ে বচসা, টিকিয়াপাড়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজির অভিযোগ

হাওড়াঃ বিরিয়ানি কেনা নিয়ে বচসা থেকে ভয়াবহ সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার টিকিয়াপাড়া। রবিবার রাতে এলাকার একটি দোকানের সামনে বিরিয়ানি কেনা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং রাতভর চলে বোমাবাজি। আতঙ্কে সাধারণ মানুষ ঘর থেকে বেরোতে সাহস পাননি।

ঘটনায় অন্তত দু’জন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে র‌্যাফ নামানো হয়। স্থানীয়রা হতবাক, বিরিয়ানি নিয়ে এমন সংঘর্ষ তাঁদের কল্পনার বাইরে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিরিয়ানি কেনা নিয়ে হুমকি-পাল্টা হুমকি চলতে থাকায় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। তবে কারা এই ঘটনায় যুক্ত, তা এখনও স্পষ্ট নয়। দোকানের পক্ষ থেকেও কোনও মন্তব্য করা হয়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, এনিয়ে এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।

এই ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়রা বলছেন, বিরিয়ানি তো খাওয়ার জিনিস, তার জন্য বোমাবাজি!”—এমন পরিস্থিতি তাঁদের স্তম্ভিত করেছে।

About The Author