‘অপারেশন সিঁদুর’-এ কৃতিত্বের জন্য কর্নেল সোফিয়া কুরেশিকে বিশিষ্ট সেবা মেডেল প্রদান করল ভারত সরকার। এবারের প্রজাতন্ত্র দিবসে ভারত সরকার বিশিষ্ট সেবা মেডেল প্রদান করল কর্নেল সোফিয়া কুরেশিকে।
২০২৫ সালে পহেলগাম হামলার পর পাক জঙ্গিদের বিরুদ্ধে চালানো ‘অপারেশন সিঁদুর’-এ তিনি ছিলেন ভারতীয় পক্ষের অন্যতম মুখ। আন্তর্জাতিক মঞ্চে অভিযানের বিস্তারিত তুলে ধরার দায়িত্বও সামলান তিনি।
কর্নেল কুরেশি ২০১৬ সালে প্রথম মহিলা অফিসার হিসেবে বহুজাতিক সামরিক মহড়ায় ভারতীয় সেনার একটি কন্টিনজেন্টের নেতৃত্ব দেন। ‘এক্সারসাইজ ফোর্স ১৮’-এ তিনি ৪০ সদস্যের একটি দলকে নেতৃত্ব দেন, যাদের কাজ ছিল Humanitarian Mine Action। গুজরাতের ভাদোদরায় জন্ম নেওয়া কুরেশি বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি থেকে কমিশন পান।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে তিনি ছয় বছর কঙ্গোতে দায়িত্ব পালন করেছেন। তাঁর অসাধারণ যোগাযোগ দক্ষতা ও কৌশলগত পরিকল্পনার জন্য সেনার বিভিন্ন স্তরে প্রশংসা পেয়েছেন।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ বছর সশস্ত্র বাহিনীর ৭০ জন সদস্যকে বীরত্ব পুরস্কারের অনুমোদন দিয়েছেন, পাশাপাশি ৩০১টি সামরিক সম্মানও ঘোষণা হয়েছে। এর মধ্যে কর্নেল সোফিয়া কুরেশির বিশিষ্ট সেবা মেডেল বিশেষভাবে আলোচনায় এসেছে।

