মেখলিগঞ্জে নাবালিকা ধর্ষণের অভিযোগে উত্তেজনা, বিক্ষোভে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ

নাবালিকা ধর্ষণের অভিযোগ ঘিরে চরম উত্তেজনা ছড়াল কোচবিহারের মেখলিগঞ্জে। অভিযোগ সামনে আসতেই রণক্ষেত্রের চেহারা নেয় জামালদহ এলাকা। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়রা জামালদহ ফাঁড়িতে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভ ক্রমেই হিংসাত্মক আকার নেয়।

অভিযোগ, উত্তেজিত জনতা ফাঁড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করলে মেখলিগঞ্জ থানার ওসি আহত হন। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এদিকে, ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে আজ জামালদহ এলাকায় ১২ ঘণ্টার বন্‌ধের ডাক দেওয়া হয়েছে। নতুন করে যাতে অশান্তি না ছড়ায়, সে জন্য এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ষষ্ঠ শ্রেণির এক নাবালিকা কাঠ কুড়াতে নদীর ধারে গিয়েছিল। সেখানেই তাকে ধর্ষণ করে প্রতিবেশী এক বৃদ্ধ। ঘটনাটি বৃহস্পতিবার ঘটে। তবে হুমকির কারণে পরিবার থানায় যেতে সাহস পায়নি। শনিবার স্থানীয়রা নির্যাতিতা ও তার পরিবারকে পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে অভিযোগ দায়ের করেন। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

শনিবার রাতে বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং বেশ কয়েকজনকে আটক করে। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

About The Author