Jalpaiguri: নবজাতকের মা*থা নিয়ে ঘুরছে কুকুর! সরকারি হাসপাতালে হাড়হিম দৃশ্য

জলপাইগুড়িঃ সদ্যোজাত শিশুর মাথা নিয়ে লোকালয়ে ঘুরছে কুকুর। আতঙ্কে রোগীর পরিবার। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে চাঞ্চল্যকর ঘটনা।

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে শনিবার সকালে ঘটল হাড়হিম করা ঘটনা। অভিযোগ, একটি কুকুর সদ্যোজাত শিশুর মাথা নিয়ে হাসপাতাল চত্বর থেকে লোকালয়ে বেরিয়ে আসে। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগীর পরিবার ও স্থানীয়দের মধ্যে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হাসপাতালের ভেতরে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কীভাবে একটি কুকুর নবজাতকের দেহাংশ নিয়ে বাইরে বেরোল, তা নিয়ে উঠছে তীব্র প্রশ্ন। হাসপাতাল কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, এটি তাঁদের হাসপাতালের শিশু নয়। তবে গোটা ঘটনার তদন্তের জন্য পুলিশকে জানানো হয়েছে।

ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রোগীর পরিবার আতঙ্কিত হয়ে পড়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা এত দুর্বল হলে রোগী ও নবজাতকের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতাল প্রশাসনও অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। তবে এই ভয়াবহ ঘটনার পর মাদার অ্যান্ড চাইল্ড হাবের নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

About The Author