কলকাতা: ‘দল চেয়েছে তাই MP, MLA হয়েছেন, দরকারে নিজের পকেটের টাকা খরচ করে …’ সাংসদ-বিধায়কদের কড়া বার্তা অভিষেকের।
শনিবারের ভার্চুয়াল বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ ও বিধায়কদের উদ্দেশে কড়া বার্তা দেন। তিনি বলেন, “দল চেয়েছে তাই এমপি, এমএলএ হয়েছেন। প্রয়োজনে নিজের পকেটের টাকা খরচ করে ওয়ার রুম চালাতে হবে।”
অভিষেক জানান, আগামী তিন মাসের মধ্যে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া শেষ হবে। হাতে রয়েছে মাত্র ২২ দিন। তাই বুথভিত্তিক ভোট রক্ষা কমিটি গঠন করার নির্দেশ দেন তিনি। যাঁদের নাম লজিক্যাল ডিসক্রেপেন্সি তালিকায় রয়েছে, তাঁদের বাড়ি বাড়ি গিয়ে যোগাযোগ করার ওপর জোর দেন।
তিনি আরও বলেন, “আমরা অন্য দলের মতো সাংসদদের বেতনের ৫০% নিই না। তাই মানুষের কাছে পৌঁছতে হবে। এক কোটি ৬৮ লক্ষ মানুষের নাম যেন ফাইনাল ভোটার তালিকায় থাকে, সেটা নিশ্চিত করতে হবে।”
অভিষেক দাবি করেন, ফর্ম-৭ নিয়ে বিরোধীদের চক্রান্ত সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। দিল্লি, বিহার, মহারাষ্ট্র ও হরিয়ানায় একইভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু তৃণমূল তা ধরে ফেলেছে।
ন্যাশনাল ভোটার ডে উপলক্ষে আগামীকাল ব্লক স্তরে মিছিল করার নির্দেশও দেন তিনি। জেলা সভাপতি ও নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে এই কর্মসূচি সফল করার জন্য।

