সুপ্রিম নির্দেশের সময়সীমা শেষ, ধরা দিলেন না প্রাক্তন BDO প্রশান্ত বর্মণ

কলকাতা:

খুনের মামলায় অভিযুক্ত রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন সুপ্রিম কোর্টের নির্দেশিত সময়সীমা শেষ হলেও শনিবার আদালতের কাছে আত্মসমর্পণ করেননি। এর আগে বিধাননগর পুলিশ তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। ফলে তদন্তকারীরা এখন আইনি বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নতুন পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি শুরু করেছেন।

মামলার সরকারি কৌঁসুলি বিভাস চট্টোপাধ্যায় জানিয়েছেন, তাঁদের ধারণা ছিল সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রশান্ত আত্মসমর্পণ করবেন। কিন্তু তিনি তা না করায় বিষয়টি নিয়ে পুনরায় আলোচনা চলছে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিধাননগরের দত্তাবাদ থেকে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলাকে অপহরণ করা হয়। পরদিন নিউটাউনের যাত্রাগাছি খালধার থেকে তাঁর দেহ উদ্ধার হয়। তদন্তে উঠে আসে, প্রশান্ত বর্মনের বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনা চুরি হয়েছিল এবং সেই সোনা স্বপন কিনেছেন সন্দেহে তাঁকে অপহরণ করা হয়। ঘটনায় প্রশান্তের নাম জড়ালেও প্রথমে তাঁকে গ্রেপ্তার করেনি পুলিশ।

এদিকে রাজগঞ্জ বিডিও অফিসে প্রশান্ত বর্মনের নামফলক ঢেকে দেওয়া হয়েছে। তাঁর আত্মগোপন নিয়ে নানা মহলে নানা জল্পনা চলছে। বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা নেতাই মণ্ডল দাবি করেছেন, হয়তো তাঁকে গোপনে খুন করে দেওয়া হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রশাসনিক অচলাবস্থা কাটাতে নতুন যুগ্ম বিডিও দায়িত্ব নিয়েছেন এবং আইন আইনের মতোই চলবে।

About The Author