প্রজাতন্ত্র দিবসের আগে মর্মান্তিক ঘটনা! খাদে পড়ে নিহত ১০ সেনা জওয়ান

জম্মু ও কাশ্মীরের ডোডায় সেনার ক্যাসপির গাড়ি খাদে পড়ে ১০ জওয়ান নিহত হয়েছেন। আহত ১০ জনকে হেলিকপ্টারে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রজাতন্ত্র দিবসের আগে জম্মু ও কাশ্মীরের ডোডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ১০ সেনা জওয়ান। বৃহস্পতিবার ভাদরওয়া-চাম্বা আন্তঃরাজ্য সড়কের খন্নি টপ এলাকায় সেনার একটি বুলেটপ্রুফ ক্যাসপির গাড়ি খাদে পড়ে যায়। এতে আরও ১০ জন সেনা গুরুতর আহত হয়েছেন।

অভিযানে যাওয়ার পথে হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয় এবং আহত সেনাদের হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংহ গভীর শোক প্রকাশ করে বলেছেন, “ডোডায় আমাদের সাহসী সেনাদের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। তাঁদের অসাধারণ সেবা ও সর্বোচ্চ আত্মত্যাগ আমরা সর্বদা স্মরণে রাখব। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আমার আন্তরিক সমবেদনা।”

তিনি আরও জানান, আহত সেনাদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। গোটা দেশ এই শোকের মুহূর্তে শহিদ সেনাদের পরিবারের পাশে রয়েছে। প্রজাতন্ত্র দিবসের আগে এই দুর্ঘটনা সেনা মহলে গভীর শোকের ছায়া ফেলেছে।

About The Author