কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থান নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকলেও আইসিসি স্পষ্ট সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, টুর্নামেন্ট হবে ভারতে, বাংলাদেশকে খেলতে হলে ভারতেই খেলতে হবে।
বুধবার আইসিসির ভারচুয়াল বৈঠকে বিষয়টি নিয়ে ভোটাভুটি হয়। পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়ে জানিয়েছিল, প্রয়োজনে তারা বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত। এমনকি শ্রীলঙ্কার বিকল্পও প্রস্তাব করা হয়। কিন্তু অধিকাংশ সদস্যই বিকল্প দল নেওয়ার পক্ষে ভোট দেন। ফলে বিসিবির দাবি কার্যত খারিজ হয়ে যায়।
সূত্রের খবর, বাংলাদেশ যদি বিশ্বকাপে অংশ না নেয়, তবে বিকল্প দলকে আমন্ত্রণ জানানো হবে। তবে বিসিবিকে আরও ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে যেন তারা সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে। আইসিসি জানিয়েছে, নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগকে তারা “অপ্রাসঙ্গিক” মনে করছে। স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন অনুযায়ী ভারতের ভেন্যুগুলোতে কোনও সমস্যা নেই।
এদিকে বিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানায়নি। কিন্তু আইসিসির কড়া অবস্থান স্পষ্ট করে দিয়েছে, বাংলাদেশ খেলতে চাইলে ভারতেই খেলতে হবে। না হলে নির্বাসন ও জরিমানার মুখে পড়তে হবে।

