উদ্বোধনের আগেই ভেঙে পড়ল ২১ কোটি টাকার জলের ট্যাঙ্ক, চাঞ্চল্য সুরাটে

সুরাটে উদ্বোধনের আগেই ভেঙে পড়ল ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি বিশাল জলের ট্যাঙ্ক। গুজরাটের ঘটনা নিয়ে হইচই দেশজুড়ে।

জানা গেছে, প্রথমবার জল ভরতেই ট্যাঙ্কটি হঠাৎ ভেঙে পড়ে এবং মুহূর্তে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন, ট্যাঙ্কটি যেন মাটির হাঁড়ির মতো ভেঙে গিয়েছে। শুক্রবার ট্রায়াল রান চলাকালীন প্রায় ৯ লক্ষ লিটার জল ভরতেই মুহূর্তে ট্যাঙ্কটি ভেঙে যায়। এতে তিনজন শ্রমিক আহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, ট্যাঙ্কটি যেন মাটির হাঁড়ির মতো ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

এই ট্যাঙ্কটি তাডকেশ্বর গ্রামে রাজ্যের গায়পাগলা গ্রুপ ওয়াটার সাপ্লাই স্কিমের অংশ হিসেবে তৈরি হয়েছিল। ১৫ মিটার উঁচু এই রিজার্ভারের ধারণক্ষমতা ছিল ১১ লক্ষ লিটার। উদ্বোধনের আগে পরীক্ষামূলকভাবে জল ভরতেই দুর্ঘটনা ঘটে। প্রশাসনের দাবি, ট্যাঙ্কটি এখনও বাসিন্দাদের জন্য সংযুক্ত হয়নি, ফলে বড়সড় বিপর্যয় এড়ানো গেছে।

ঘটনার পর স্থানীয়রা দুর্নীতি ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, সরকারি অর্থের অপচয় হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত হওয়া উচিত। ইতিমধ্যেই সুরাটের এসভিএনআইটি (SVNIT)-এর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা তদন্ত শুরু করেছেন। প্রশাসনও জানিয়েছে, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রায় তিন বছর ধরে এই প্রকল্পের জন্য অপেক্ষা করছিল স্থানীয়রা। উদ্বোধনের আগেই এমন দুর্ঘটনা ঘটায় এলাকায় ক্ষোভ ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

About The Author