Rajganj BDO: প্রশান্ত বর্মণের জায়গায় দায়িত্ব সামলাবেন সৌরভকান্তি মণ্ডল

রাজগঞ্জ: মামলা জটিলতায় গরহাজির প্রশান্ত বর্মণ! তাঁর জায়গায় বিডিও হিসেবে দায়িত্ব সামলাবেন রাজগঞ্জের জয়েন বিডিও সৌরভকান্তি মণ্ডল! ফুলের তোড়া দিয়ে অগ্রিম সংবর্ধনা জানিয়ে এই তথ্য দিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।

জানা গেল, সৌরভ কান্তিকে প্রোগ্রাম অফিসার (পিও)–র দায়িত্ব দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে প্রশাসনিক মহলে স্বস্তি ফিরেছে। বিধায়কের কথায়, রাজগঞ্জ ব্লকে দীর্ঘদিনের প্রশাসনিক অচলাবস্থা কাটিয়ে অবশেষে নতুন একজনকে দায়িত্ব দিয়েছে রাজ্য প্রশাসন। সোমবার সকাল প্রায় ৯টা নাগাদ তিনি এই খবর পান। এরপরই নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তাঁর বক্তব্য, নতুনভাবে কাজ শুরু করার মাধ্যমে ব্লকের উন্নয়নমূলক কার্যক্রম আরও গতি পাবে বলে তিনি আশাবাদী।

প্রসঙ্গত, রাজগঞ্জের বর্তমান বিডিও প্রশান্ত বর্মন নিউটাউন স্বর্ণ ব্যবসায়ী খুন মামলায় অভিযুক্ত। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ২৩ জানুয়ারির মধ্যে তাঁকে আত্মসমর্পণ করতে হবে। তবে এখনও পর্যন্ত তিনি ‘পলাতক’ রয়েছেন। ফলে প্রশাসনিক কাজকর্ম কার্যত স্থবির হয়ে পড়েছে।

প্রশাসনিক সূত্রে খবর, কাজকর্ম সচল রাখতেই রাজ্য সরকার বাধ্য হয়ে জয়েন বিডিওকে পিও–র দায়িত্ব দিয়েছে। স্থানীয় মহলে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। অনেকেই মনে করছেন, নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের উদ্যোগে উন্নয়নমূলক প্রকল্পগুলি দ্রুত এগোবে। যদিও খবর লেখা পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে চার্জ দেওয়া হয়নি তাঁকে।

About The Author