টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার দাবি করেছিল, বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপের প্রস্তুতি স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রতিবেদনে বলা হয়েছিল, নিরাপত্তা ইস্যুতে যদি আইসিসি সন্তোষজনক সমাধান দিতে ব্যর্থ হয়, তবে পাকিস্তানও টুর্নামেন্টে অংশগ্রহণ পুনর্বিবেচনা করবে। এমনকি বিকল্প পরিকল্পনা তৈরির নির্দেশও দেওয়া হয়েছে টিম ম্যানেজমেন্টকে।
তবে আরব আমিরাতভিত্তিক গালফ নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে পিসিবির এক কর্মকর্তা এই দাবি সরাসরি উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের এমন কোনও অবস্থান নেই। পাকিস্তানের সরে দাঁড়ানোর কোনও যুক্তিসংগত কারণও নেই, কারণ শ্রীলঙ্কায় ম্যাচ খেলার বিষয়টি আগেই নিশ্চিত হয়েছে। তাঁর কথায়, এই ধরনের গুঞ্জন আসলে চলমান ইস্যুকে আরও উস্কে দেওয়ার জন্য ছড়ানো হচ্ছে।
প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকার করেছে। তারা ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে। বিষয়টি নিয়ে একাধিকবার আইসিসির সঙ্গে বৈঠক হয়েছে, তবে এখনও সমাধান হয়নি। এর আগে আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় বাংলাদেশে ক্ষোভ বাড়ে।

