ভারত-বাংলাদেশ ক্রিকেট সংঘাত! ICC-র CEO-কে ভিসা না দেওয়ার দাবি ঘিরে চাঞ্চল্য

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত-বাংলাদেশ ক্রিকেট সংঘাত, ICC-র CEO-কে ভিসা না দেওয়ার দাবি ঘিরে চাঞ্চল্য

টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রিকেট সংঘাত তীব্র আকার নিয়েছে। মাঠে লড়াই শুরু হওয়ার আগেই দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠছে। এর প্রভাব দুই দেশের সম্পর্কেও পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিসিসিআই (BCCI) সংখ্যালঘু হিন্দুদের উপর বাংলাদেশে ধারাবাহিক অত্যাচারের অভিযোগ তুলে ২০২৬ মরশুম থেকে তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে IPL থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর পর থেকেই পরিস্থিতি আরও খারাপ হয়। বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ড ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাইছে বলে অভিযোগ উঠেছে। তারা বিশ্বকাপের জন্য নিজেদের দলকে ভারতে পাঠাতে আপাতত রাজি নয়।

এদিকে সোশ্যাল মিডিয়ায় দাবি ছড়িয়েছে, প্রতিশোধের মনোভাব থেকেই বাংলাদেশ সরকার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) প্রধান নির্বাহী কর্মকর্তা সংযোগ গুপ্তকে ভিসা দিতে অস্বীকার করেছে। তিনি ভারতীয় নাগরিক হওয়ায় তাঁকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলে দাবি করা হচ্ছে। ফলে ICC-র প্রতিনিধি দল অসম্পূর্ণ অবস্থায় বাংলাদেশে পৌঁছেছে।

তবে বাংলাদেশ সরকার, ক্রিকেট বোর্ড বা ICC— কোনও পক্ষই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তাই দাবিগুলির সত্যতা এখনও নিশ্চিত নয়। ক্রিকেট মহলে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বিশ্বকাপের আগে এই দ্বন্দ্ব আন্তর্জাতিক ক্রিকেটে বড় প্রভাব ফেলতে পারে।

About The Author