বিধানসভা ভোটের আগে বাংলায় উন্নয়ন প্রকল্পকে হাতিয়ার করে প্রচারে নামছে কেন্দ্র। সেই লক্ষ্যেই দু’দিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার মালদা এবং রবিবার হুগলির সিঙ্গুরে তাঁর কর্মসূচি রয়েছে। অনুষ্ঠানে ৩,২৫০ কোটিরও বেশি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন।
প্রধানমন্ত্রী মালদায় একাধিক রেল প্রকল্পের উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে বন্দে ভারত স্লিপার ট্রেন, অমৃত ভারত সহ মোট ১০টি নতুন ট্রেন পরিষেবা। পাশাপাশি রেলের আধুনিকীকরণ ও যাত্রীসুবিধা বৃদ্ধির জন্য শিলান্যাস করবেন একাধিক প্রকল্পের। রবিবার সিঙ্গুরে জনসভায় অংশ নিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন।
এর আগে শুক্রবার রাতে নিজের এক্স হ্যান্ডলে বাংলায় দুটি পোস্ট করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি প্রকল্প উদ্বোধন ও শিলান্যাসের কথা উল্লেখ করার পাশাপাশি রাজ্যের তৃণমূল সরকারকে নিশানা করেন। ‘তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গের মানুষ তিতিবিরক্ত এবং এই সরকারকে প্রত্যাখ্যান করতে প্রস্তুত’, তাঁর বক্তব্যে ফের আবেদন জানান, বিজেপিকে জিতিয়ে সরকার প্রতিষ্ঠা করতে হবে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, এই সফর ও পোস্ট বাংলায় বিজেপির প্রচারকে আরও তীব্র করার ইঙ্গিত দিচ্ছে। তাঁদের দাবি, বাংলা দখল করতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে মোদী সরকার। অন্যদিকে বিজেপি শিবিরের বক্তব্য, উন্নয়নই তাঁদের মূল লক্ষ্য, আর সেই বার্তা পৌঁছে দিতে চাইছেন প্রধানমন্ত্রী।

