বেলডাঙ্গায় শ্রমিক-মৃত্যু নিয়ে অশান্তি! বিজেপির প্ররোচনা দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ঝাড়খণ্ডে বেলডাঙ্গার এক শ্রমিকের মৃত্যু ঘিরে অশান্তি ছড়িয়েছে রাজ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করেছেন।

শুক্রবার সকাল থেকেই বেলডাঙায় মৃত শ্রমিকের পরিবার ও প্রতিবেশীরা বিক্ষোভে সামিল হন। তাঁদের দাবি, শ্রমিকের মৃত্যুর ঘটনায় যথাযথ পদক্ষেপ নেয়নি প্রশাসন। সকাল থেকে চলা এই বিক্ষোভে এলাকায় কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। জাতীয় সড়ক ও রেলপথ অবরুদ্ধ হয়ে পড়ে, ফলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়।

এই ঘটনার প্রতিক্রিয়ায় উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে দমদম বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আপনারা জানেন কাদের প্ররোচনা আছে। বিজেপি পরিকল্পিতভাবে অশান্তি ছড়াচ্ছে।” মুখ্যমন্ত্রীর অভিযোগ, শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে রাজ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে বিজেপি। তিনি আরও জানান, রাজ্য সরকার ইতিমধ্যেই মৃত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং প্রয়োজনীয় সাহায্য দেওয়া হচ্ছে।

অন্যদিকে বিজেপি নেতৃত্বের বক্তব্য, মুখ্যমন্ত্রীর অভিযোগ ভিত্তিহীন। তাঁদের দাবি, শ্রমিকের মৃত্যুর ঘটনায় সরকারের গাফিলতি রয়েছে। প্রশাসনের ব্যর্থতা ঢাকতেই মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছেন।

About The Author