শিলিগুড়ির মাটিগাড়ায় তৈরি হতে চলেছে বিরাট মহাকাল মন্দির। প্রায় ৩৪৪ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠবে এই প্রকল্প। শুক্রবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থেকে শিলান্যাস করবেন বলে জানা গেছে। ১০ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন প্রায় ১৭ একর জমির ওপর এই বিশাল মন্দির ও আধ্যাত্মিক তীর্থক্ষেত্রটি গড়ে তোলা হবে।
উত্তরবঙ্গের সাংস্কৃতিক ও ধর্মীয় পরিমণ্ডলে মহাকাল মন্দিরকে কেন্দ্র করে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে। প্রশাসনিক সূত্রে খবর, মন্দির কমপ্লেক্সে থাকবে আধুনিক স্থাপত্য, দর্শনার্থীদের জন্য বিশাল প্রাঙ্গণ, পার্কিং ব্যবস্থা, ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের জন্য পৃথক মঞ্চ এবং পর্যটকদের সুবিধার্থে নানা অবকাঠামো।
প্রায় ৩৪৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মন্দির প্রকল্পটি বাস্তবায়িত করবে হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। এই মন্দিরে শিবের বিশাল মূর্তির পাশাপাশি একটি কনভেনশন সেন্টারও থাকবে। গত অক্টোবর মাসে পাহাড়ে ধস বিধ্বস্ত এলাকা পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী এই মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
মুখ্যমন্ত্রী আজ উত্তরবঙ্গ সফরে এসে মহাকাল মন্দিরের শিলান্যাস ছাড়াও সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন করবেন। স্থানীয়দের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে শিলিগুড়ি ও উত্তরবঙ্গের পর্যটন শিল্পে নতুন দিগন্ত খুলে যাবে।
রাজনৈতিক মহলেও এই উদ্যোগকে কেন্দ্র করে আলোড়ন তৈরি হয়েছে। শাসক দলের দাবি, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উত্তরবঙ্গের উন্নয়নকে আরও গতি দেওয়া হচ্ছে। অন্যদিকে বিরোধীদের বক্তব্য, প্রকল্পের অর্থ ব্যয় ও বাস্তবায়ন নিয়ে স্বচ্ছতা বজায় রাখা জরুরি। মাটিগাড়ায় মহাকাল মন্দিরের শিলান্যাসকে কেন্দ্র করে আজ উত্তরবঙ্গবাসীর নজর থাকবে মুখ্যমন্ত্রীর সফরে।

