মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে নিজের নোবেল শান্তি পুরস্কার তুলে দিলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সেই সময়ই তিনি তাঁর নোবেল পদক ট্রাম্পকে উপহার দেন।
মাচাদো জানিয়েছেন, ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ট্রাম্প প্রশাসনের ভূমিকা তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তাঁর বক্তব্য, “আমাদের সংগ্রামে পাশে থাকার জন্য এই সম্মান আপনাকে দিলাম।” ট্রাম্পও এই পদক্ষেপে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “মাচাদো সাহসী নেত্রী। ভেনেজুয়েলার জনগণের স্বাধীনতার জন্য তাঁর লড়াই প্রশংসনীয়।”
এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে আলোড়ন তৈরি হয়েছে। সমালোচকদের মতে, কোনও নোবেল পদক ব্যক্তিগতভাবে অন্যকে দেওয়া যায় না, কারণ এটি নোবেল কমিটির স্বীকৃতি। তবে মাচাদোর এই প্রতীকী পদক্ষেপকে অনেকেই রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন।
উল্লেখ্য, ভেনেজুয়েলায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা চলছে। বিরোধী শিবিরের দাবি, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গণতন্ত্রকে ধ্বংস করছেন। সেই প্রেক্ষিতেই মাচাদো আন্তর্জাতিক মহলে সমর্থন চাইছেন। ট্রাম্পের সঙ্গে তাঁর এই সাক্ষাৎ সেই প্রচেষ্টারই অংশ বলে মনে করা হচ্ছে।

