ভারতকে ছাড়! বাংলাদেশ, পাকিস্তান সহ ৭৫ দেশের নাগরিকদের আমেরিকায় ঢোকায় নিষেধাজ্ঞা ট্রাম্প সরকারের। এই সিদ্ধান্ত আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
ফের অভিবাসন নীতিতে বড়সড়ো ধাক্কা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে, পাকিস্তান, বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
নতুন নির্দেশিকার আওতায় রয়েছে সোমালিয়া, রাশিয়া, ইরান, আফগানিস্তান, ব্রাজিল, নাইজেরিয়া, থাইল্যান্ড, ইরাক, মিশর ও ইয়েমেনের মতো দেশ। তবে ভারতের নাম এই তালিকায় নেই। মার্কিন প্রশাসনের দাবি, ভিসা স্ক্রিনিং বা যাচাইকরণ পদ্ধতি পুনর্বিবেচনার জন্য এই বিরতি নেওয়া হয়েছে। মূলত যারা আমেরিকায় গিয়ে সরকারি সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন, তাঁদের আটকানোই এই পদক্ষেপের লক্ষ্য।
কনস্যুলার আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, আবেদনকারীর বয়স, স্বাস্থ্য, ইংরেজি দক্ষতা এবং আর্থিক সঙ্গতি খতিয়ে দেখে তবেই ভিসা দেওয়া হবে। যদি মনে হয় কোনও আবেদনকারী মার্কিন অর্থনীতির উপর বোঝা হয়ে দাঁড়াবেন, তবে আবেদন সরাসরি নাকচ করা হবে। তবে পর্যটক, ব্যবসা বা স্বল্পমেয়াদী ভিসায় আমেরিকা ভ্রমণে কোনও সমস্যা হবে না।
এই স্থগিতাদেশ কতদিন চলবে তা নির্দিষ্ট নয়। ফলে পর্যটন, শিক্ষা, ব্যবসা এবং পারিবারিক পুনর্মিলনের ক্ষেত্রে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। অভিবাসন বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ ‘পাবলিক চার্জ’ নীতিকে আরও কঠোর করছে।

