কলেজের বার্ষিক অনুষ্ঠানে বাউন্সার নিয়ে হাজির তৃণমূল ছাত্র–যুব নেতা, ক্ষোভ পড়ুয়াদের

‘বাউন্সার’ নিয়ে কলেজের বার্ষিক অনুষ্ঠানে তৃণমূল যুবনেতা। সময় মতো অনুষ্ঠান শুরু না করতে পারায় আক্ষেপ।

ধূপগুড়ির এক কলেজের বার্ষিক অনুষ্ঠান ঘিরে চাঞ্চল্য। বুধবার বিকেলে অনুষ্ঠানে হাজির ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের গ্রামীণ সভাপতি কৌশিক রায় এবং জেলা যুব কমিটির সদস্য সুকদেব রায়। তাঁদের সঙ্গে দেখা যায় কালো পোশাকের মুখ ঢাকা বাউন্সার বাহিনী। ফলে কলেজ পড়ুয়াদের মধ্যে বিস্ময় ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

সূত্রের খবর, প্রথম দিনের অনুষ্ঠান অর্থাৎ ১০ ফেব্রুয়ারি শনিবার নিজেদের মধ্যে ঝামেলা হয়েছিল। সেই কারণেই দ্বিতীয় দিনের অনুষ্ঠানে বাড়তি অর্থ ব্যয় করে একটি বেসরকারি সংস্থা থেকে দেহরক্ষী আনা হয়। যদিও প্রশ্ন করা হলে কৌশিক রায় জানান, ব্যক্তিগত কারণে তিনি দেহরক্ষী নিয়েছেন। অন্যদিকে সুকদেব রায়ের দাবি, দেহরক্ষীরা তাঁর ভাই।

এদিকে বিকেল পাঁচটা পেরিয়ে গেলেও অনুষ্ঠান শুরু হয়নি। দূরদূরান্ত থেকে আসা বহু কলেজ পড়ুয়া অনুষ্ঠান দেখতে এসে হতাশ হয়ে ফিরে যায়। কলেজ অধ্যক্ষ জানিয়েছেন, কিছু যান্ত্রিক সমস্যার কারণে অনুষ্ঠান দেরিতে শুরু হয়। প্রশাসনের সঙ্গে কথা বলে সময় বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে দেহরক্ষীর বিষয়ে তিনি স্পষ্ট জানান, তাঁর জানা নেই কিছু। নিরাপত্তার জন্য পুলিশি সাহায্য নেওয়া হয়েছে।

স্থানীয় মহলে প্রশ্ন উঠেছে, শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে ব্যক্তিগত দেহরক্ষীর প্রয়োজন কেন? আগে থেকেই কি কোনও ঝামেলার আশঙ্কা ছিল? সব মিলিয়ে বার্ষিক অনুষ্ঠান ঘিরে কলেজ পড়ুয়াদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

About The Author