প্রয়াত মহিষাসুরের চরিত্রে পরিচিত অভিনেতা অমল চৌধুরী

কলকাতা: দূরদর্শনে প্রচারিত মহালয়ার অনুষ্ঠানে মহিষাসুরের চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা অমল চৌধুরী আর নেই। মঙ্গলবার রাতে তাঁর বাড়ির দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করা হয়। বয়স হয়েছিল ৬৬ বছর।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে তাঁর আকস্মিক মৃত্যুতে সাংস্কৃতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। মহালয়ার ভোরে দূরদর্শনে প্রচারিত ঐতিহ্যবাহী অনুষ্ঠান ‘মহিষাসুর মর্দিনী’-তে মহিষাসুরের ভূমিকায় তাঁর অভিনয় বহু দর্শকের মনে গেঁথে ছিল। সেই চরিত্রের মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

অমল চৌধুরীর মৃত্যুতে সহকর্মী শিল্পী ও নাট্যজগতের মানুষজন শোকপ্রকাশ করেছেন। তাঁদের মতে, তিনি ছিলেন এক নিবেদিতপ্রাণ অভিনেতা, যিনি চরিত্রের গভীরে গিয়ে অভিনয় করতেন। মহালয়ার মতো সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

About The Author