SIR গেরোয় দাম্পত্য! স্ত্রীর হাতে শুনানির নোটিস ধরালেন বিএলও স্বামী, রেগে অগ্নিশর্মা ঘরনি

কাটোয়া: BLO-র দায়িত্বে থেকেও সস্ত্রীক নোটিশ পেলেন শিক্ষক। কেতুগ্রামের ঘটনায় হইচই। কাটোয়ার কেতুগ্রাম বিধানসভার ১৬৫ নম্বর বুথে ভোটার তালিকা সংশোধন শুনানি ঘিরে ঘটল এক অদ্ভুত ঘটনা।

বুথ লেভেল অফিসার (BLO) দেবশংকর চট্টোপাধ্যায়, যিনি পেশায় আমগড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, নিজেই শুনানির নোটিস হাতে পেলেন। আরও চাঞ্চল্যকর বিষয়, একই নোটিস ধরানো হল তাঁর স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়কেও।

ঘটনার সূত্রপাত, ভোটার তালিকায় বয়সের ফারাক সংক্রান্ত অসঙ্গতি। কমিশনের তরফে জানানো হয়েছে, অনিন্দিতার বাবার বয়সের সঙ্গে তাঁর বয়সের ফারাক নথিতে ৫০ বছর দেখানো হয়েছে, যেখানে বাস্তবে তা ৩০ বছর। এই অস্বাভাবিক তথ্যের ভিত্তিতেই শুনানির ডাক।

দেবশংকরবাবু জানিয়েছেন, প্রথম দফায় ৭ জনকে শুনানিতে ডাকা হয়েছিল। দ্বিতীয় দফায় ৬২ জনের নাম এসেছে, যার মধ্যে রয়েছেন তাঁর স্ত্রীও। শুধু তাই নয়, তাঁকেও হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে একদিকে অফিসিয়াল দায়িত্ব, অন্যদিকে পারিবারিক অস্বস্তি, দুই সংকটে পড়েছেন তিনি।

বুধবার কেতুগ্রাম ২ বিডিও অফিসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শুনানির পর বাড়ি ফেরেন অনিন্দিতা। কিন্তু রাগ কমেনি। দেবশংকরবাবু আক্ষেপ করে বলেন, “এই হয়রানির জন্য আমার স্ত্রী খুব রেগে আছেন। সেই রাগ এসে পড়ছে আমারই উপর।” স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহু ভোটারকে অযথা শুনানিতে ডেকে হয়রানি করা হচ্ছে।

About The Author