মিশন ফেল ISRO-র! উৎক্ষেপণের পরই মহাকাশে গুম ১৬টি স্যাটেলাইট

শ্রীহরিকোটা: কক্ষপথে পৌঁছনোর আগেই মহাকাশে হারিয়ে গেল ‘অন্বেষা’, PSLV-C62 মিশন ব্যর্থ ঘোষণা করল ISRO!

সোমবার সকালে ভারতের পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (PSLV)-এর ৬৪তম মিশন, PSLV-C62, শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে লঞ্চ করে। এই মিশনে বহন করা হচ্ছিল পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ EOS-N1। তবে উৎক্ষেপণের কিছু সময় পরই রকেটের তৃতীয় স্তরে একটি অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়।

সকাল ১০টা ১৮ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ হয় PSLV-C62। প্রথম ও দ্বিতীয় স্তর সফলভাবে কাজ করলেও তৃতীয় স্তরে অস্বাভাবিকতা দেখা দেয়। এর ফলে উপগ্রহটি নির্ধারিত কক্ষপথে পৌঁছতে পারেনি।

ISRO চেয়ারম্যান ডঃ ভি নারায়ণন জানিয়েছেন, “তথ্য বিশ্লেষণ চলছে। আমরা যত দ্রুত সম্ভব বিস্তারিত জানাব। আপাতত মিশনকে সফল বা ব্যর্থ বলার অবস্থায় নেই।” তাঁর বক্তব্যে স্পষ্ট, সংস্থা সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করছে।

‘অন্বেষা’ উপগ্রহটি সীমান্তে শত্রুপক্ষের গতিবিধি নজরদারি, দুর্যোগ মোকাবিলা এবং প্রতিরক্ষা যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার কথা ছিল। তাই এর ব্যর্থতা প্রতিরক্ষা মহলে উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, PSLV ভারতের অন্যতম নির্ভরযোগ্য লঞ্চ ভেহিকল হলেও টানা দ্বিতীয়বার ব্যর্থতা বড় ধাক্কা।

ISRO জানিয়েছে, মিশনের ব্যর্থতার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে একই ধরনের সমস্যা এড়াতে প্রযুক্তিগত পর্যালোচনা করা হবে।

About The Author