গুজারাত: সোমনাথ মন্দিরে প্রথম আক্রমণের এক হাজার বছর পূর্তি উপলক্ষে ‘সোমনাথ স্বাভিমান পর্ব’ উদযাপন চলছে। সেী অনুষ্ঠানে মন্ত্রোচ্চারণে অংশ নিলেন প্রধানমন্ত্রী মোদী।
শনিবার আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান পর্ব’-এ তিনি মন্দির প্রাঙ্গণে মন্ত্রোচ্চারণে যোগ দেন। এই অনুষ্ঠানটি ১০২৬ সালে মহম্মদ গজনির প্রথম আক্রমণের এক হাজার বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানান গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। মন্দির চত্বরে হাজার হাজার ভক্ত ও স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় ৩,০০০ ড্রোনের মাধ্যমে ঐতিহাসিক ঘটনার পুনর্নির্মাণ করা হয়। পাশাপাশি ১০৮ ঘোড়ার শৌর্য যাত্রা আয়োজন করা হয়, যা মন্দির রক্ষাকারীদের সাহসিকতার প্রতীক হিসেবে ধরা হয়েছে।
সোমনাথ মন্দির ভারতের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। স্বাধীনতার পর সর্দার বল্লভভাই পটেলের উদ্যোগে মন্দির পুনর্নির্মাণ হয় এবং ১৯৫১ সালে রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ এর উদ্বোধন করেন। এবারের অনুষ্ঠান সেই পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিকেও স্মরণ করল।
প্রধানমন্ত্রী মোদি বলেন, সোমনাথ মন্দির শুধু ধর্মীয় বিশ্বাসের প্রতীক নয়, এটি ভারতের অদম্য সাহস ও আত্মমর্যাদার প্রতীক।

