নয়াদিল্লি: শাহের দপ্তরের সামনে ধর্না, আটক হতেই বিজেপিকে তুলোধোনা #MahuaMoitra-র
ইডি হানার প্রতিবাদে শাহের দফতরের সামনে ধর্নায় অংশ নিয়ে আটক হলেন মহুয়া মৈত্র। বিজেপিকে আক্রমণ করে তিনি বললেন, “মমতা বাঘের বাচ্চা, বিজেপি বেগুনের বাচ্চা” বলে।
বৃহস্পতিবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরের সামনে ধর্না-বিক্ষোভে অংশ নেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। পুলিশ তাঁকে আটক করে। আটক হওয়ার পরই বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনি।
মহুয়া বলেন, “মমতা বাঘের বাচ্চা, বিজেপি বেগুনের বাচ্চা।” তাঁর দাবি, বিজেপি ভয় দেখিয়ে তৃণমূলকে দমাতে পারবে না। তিনি আরও বলেন, “আমরা গণতন্ত্র রক্ষার জন্য পথে নেমেছি। বিজেপি যতই চেষ্টা করুক, বাংলার মানুষ মমতার পাশে আছে।”
তৃণমূলের অন্যান্য সাংসদরাও এদিন ধর্নায় অংশ নেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর কয়েকজনকে আটক করা হয়। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ইডি-র অভিযান আসলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অন্যদিকে বিজেপি শিবিরের দাবি, তদন্তের স্বার্থেই অভিযান চলছে।

