নয়াদিল্লি: আইপ্যাক দফতরে ইডি হানার প্রতিবাদে নয়াদিল্লিতে শাহের দফতরের সামনে ধর্না-বিক্ষোভে তৃণমূল সাংসদদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, কয়েকজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরের সামনে ধর্না-বিক্ষোভে বসেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। সকাল থেকেই তাঁরা প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশের সঙ্গে তাঁদের বচসা শুরু হয় এবং পরিস্থিতি ধস্তাধস্তিতে গড়ায়।
সাংসদদের অভিযোগ, ইডি-র অভিযান আসলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁদের দাবি, ভোটের আগে তৃণমূলের প্রচার ব্যাহত করার জন্যই আইপ্যাকের অফিসে হানা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কলকাতায় সরাসরি প্রতিবাদে নেমেছেন।
প্রতিবাদে অংশ নেন ডেরেক ও’ব্রায়েন, মহুয়া মৈত্র-সহ একাধিক সাংসদ। তাঁদের মধ্যে কয়েকজনকে পুলিশ আটক করে। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূল সাংসদরা বলেন, “গণতন্ত্র বাঁচাতে আমরা পথে নেমেছি। বিজেপি ভয় দেখাতে চাইছে।” অন্যদিকে বিজেপি শিবিরের বক্তব্য, তদন্তের স্বার্থেই অভিযান চলছে। তাঁদের দাবি, তৃণমূল অযথা রাজনৈতিক রং দিচ্ছে।

