কলকাতা: ED অভিযানে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ! সমালোচনায় সরব পশ্চিমবঙ্গের রাজ্যপালও৷
আইপ্যাক দফতরে ইডি-র তল্লাশি অভিযানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি হস্তক্ষেপ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী অভিযানের সময় উপস্থিত হয়ে নথি সংগ্রহ করেন বলে অভিযোগ ওঠে। এই প্রসঙ্গে রাজ্যপাল মন্তব্য করেন, “বিনাশকালে বিপরীত বুদ্ধি।”
রাজ্যপালের বক্তব্য, তদন্তে হস্তক্ষেপ করা সাংবিধানিক শালীনতার পরিপন্থী। তিনি বলেন, আইন অনুযায়ী কেন্দ্রীয় সংস্থার কাজকর্মে কোনও রাজনৈতিক হস্তক্ষেপ কাম্য নয়। বিরোধী দলগুলিও মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে ‘অভূতপূর্ব’ এবং ‘অযৌক্তিক’ বলে সমালোচনা করেছে।
ইডি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে অভিযোগ জানিয়েছে যে মুখ্যমন্ত্রী তদন্তে বাধা দিয়েছেন এবং জরুরি নথি জোর করে নিয়ে গিয়েছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, এই অভিযান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ভোটের আগে প্রচার ব্যাহত করার চেষ্টা।

