এবার ‘মোহন বেগুন, ইস্ট বেগুন’—ক্রীড়ামন্ত্রীর বিকৃত উচ্চারণে ফের বিতর্কে বাংলা

কলকাতা: কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডবিয়ার ‘মোহন বেগুন, ইস্ট বেগুন’ মন্তব্যে বাংলায় তীব্র বিতর্ক।

সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি মোহনবাগান ও ইস্টবেঙ্গলকে উল্লেখ করতে গিয়ে উচ্চারণ করেন— “মোহন বেগুন, ইস্ট বেগুন।” এর আগে প্রধানমন্ত্রী স্বয়ং বঙ্কিমচন্দ্রকে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করেছিলেন। ফলে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে তাঁর ধারাবাহিক ভুল উচ্চারণে ক্ষোভ ছড়িয়েছে।

তৃণমূল কংগ্রেস কটাক্ষ করে বলেছে, বাংলার ইতিহাস ও ক্রীড়া সংস্কৃতি সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রীর কোনও ধারণাই নেই। তাঁদের অভিযোগ, এ ধরনের ভুল উচ্চারণ বাংলার প্রতি অসম্মান প্রদর্শন করে। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

তবে বিজেপি শিবিরের দাবি, এটি নিছক উচ্চারণের ভুল, এর সঙ্গে বাংলাকে অসম্মান করার কোনও উদ্দেশ্য নেই। তাঁদের মতে, বিরোধীরা রাজনৈতিক ফায়দা তুলতে বিষয়টিকে অতিরঞ্জিত করছে।

মোহনবাগান ও ইস্টবেঙ্গল—দুই শতাব্দীপ্রাচীন ক্লাবের নাম বিকৃতভাবে উচ্চারণ করায় সমর্থকরা ক্ষুব্ধ। ফুটবলপ্রেমীরা বলছেন, বাংলার ক্রীড়া ঐতিহ্যকে এভাবে হেয় করা যায় না। প্রশ্ন উঠেছে—বাংলার সংস্কৃতি ও ক্রীড়া ঐতিহ্যকে কেন্দ্র কতটা গুরুত্ব দেয়।

About The Author