শুভেন্দুর কথায়, “রাজীব গান্ধীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন মাননীয়া। আর এরা আমাকে গদ্দার বলে! পৃথিবীতে সব থেকে বড় গদ্দারের নাম মমতা বন্দ্যোপাধ্যায়।”
নন্দীগ্রামে ফের রাজনৈতিক তর্ক-বিতর্কের কেন্দ্রবিন্দুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল নেতা ঋজু দত্ত সম্প্রতি মন্তব্য করেছিলেন, “নন্দীগ্রামকে পাপমুক্ত করতে হবে, আর সেই পাপের নাম শুভেন্দু অধিকারী।” এই বক্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে শুভেন্দু অধিকারী মমতাকে সরাসরি ‘গদ্দার’ বলে আক্রমণ করেন।
শুভেন্দুর অভিযোগ, “রাজীব গান্ধীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন মাননীয়া। আর এরা আমাকে গদ্দার বলে! পৃথিবীতে সব থেকে বড় গদ্দারের নাম মমতা বন্দ্যোপাধ্যায়।” তিনি আরও বলেন, “বিরোধী দলনেতা কী জিনিস, ওরা বুঝে গেছে।”
ঋজু দত্তের বক্তব্যে নন্দীগ্রাম আন্দোলন ও শহীদ বেদি নিয়ে শুভেন্দুর রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল। পাল্টা শুভেন্দু দাবি করেন, নন্দীগ্রাম আন্দোলনের সবচেয়ে বড় উপকারভোগী আসলে মমতা বন্দ্যোপাধ্যায়।
এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে শুভেন্দুর বক্তব্যকে ‘অশালীন’ ও ‘অযৌক্তিক’ বলে সমালোচনা করা হয়েছে। অন্যদিকে বিজেপি শিবিরে তাঁর বক্তব্যকে সমর্থন জানানো হয়েছে।

