শাহের মুখে ‘রবীন্দ্রনাথ সান্যায়!’ অস্বস্তিতে বিজেপি, ‘বহিরাগত’ তোপ তৃণমূলের

কলকাতাঃ রবীন্দ্রনাথ সান্যাল! কলকাতায় সাংবাদিক সম্মেলনে অমিত শাহ রবীন্দ্রনাথ ঠাকুর ও শচীন্দ্রনাথ সান্যালের নাম গুলিয়ে ফেলেন। তৃণমূলের অভিযোগ, বাংলার মনীষীদের অপমান করে বিজেপি বহিরাগত পরিচয় স্পষ্ট করছে।

ভারতের স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের অবদান তুলে ধরতে গিয়ে নামের গুলিয়ে ফেলা নিয়ে নতুন বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার কলকাতায় সাংবাদিক সম্মেলনে তিনি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু ও বাঘা যতীনের নামের সঙ্গে উচ্চারণ করেন ‘রবীন্দ্রনাথ সান্যায়’। আসলে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিপ্লবী শচীন্দ্রনাথ সান্যালের নাম গুলিয়ে ফেলেন।

তৃণমূল কংগ্রেসের তরফে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া আসে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, “আর কতদিন বাংলার মনীষীদের অপমান করবে বিজেপি?” তৃণমূলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকেও শাহর মন্তব্যের তীব্র নিন্দা করা হয়। দলের বক্তব্য, “রবীন্দ্রনাথ ঠাকুর এবং শচীন্দ্রনাথ সান্যাল দু’জনেই মহান ব্যক্তিত্ব। দুজন সম্পূর্ণ আলাদা মানুষ। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদের নাম গুলিয়ে ফেললেন। এভাবে বাংলার মনীষীদের অপমান করবেন না।”

রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বঙ্কিমদা’ মন্তব্যের পর শাহর এই ভুল বিজেপিকে আরও অস্বস্তিতে ফেলল। তৃণমূলের অভিযোগ, বাংলার সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে বিজেপি নেতৃত্বের অজ্ঞতা তাঁদের ‘বহিরাগত’ পরিচয়কেই স্পষ্ট করছে।

About The Author