‘বাংলায় অনুপ্রবেশকারীতে ভরে গেছে!’, ‘দিল্লি-পহেলগাঁও তবে কে করাল?’ শাহকে পাল্টা প্রশ্ন মুখ্যমন্ত্রীর

কলকাতা: পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ইস্যুতে ফের সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার কলকাতায় সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, “বাংলা অনুপ্রবেশকারীতে ভরে গেছে। তৃণমূল সরকার তাঁদের আশ্রয় দিচ্ছে।” তাঁর বক্তব্যে উঠে আসে সীমান্তে বেড়া দেওয়ার জমি না দেওয়ার অভিযোগ এবং ভোটব্যাঙ্ক রাজনীতির প্রসঙ্গ।

শাহর এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার জনসভা থেকে তিনি প্রশ্ন তোলেন, “যদি অনুপ্রবেশ শুধুই বাংলার সমস্যা হয়, তাহলে পহেলগাঁওতে যা ঘটল, তার দায় কে নেবে? দিল্লি বা কাশ্মীরে অনুপ্রবেশের ঘটনা হলে তার দায়ও কি বাংলার উপর চাপানো হবে?”

মমতার দাবি, সীমান্ত সুরক্ষার দায়িত্বে রয়েছে বিএসএফ, যা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে। তাই নিরাপত্তায় গাফিলতির দায় কেন্দ্রকেই নিতে হবে। তিনি আরও বলেন, “ভোট এলেই বিজেপি সোনার বাংলার কথা বলে। আসলে ধ্বংসের বাংলা গড়তে চাইছে।”

About The Author