কলকাতা: অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার কলকাতায় সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “বিজেপিরই সাংসদ অনন্ত মহারাজ বলেছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন পাকিস্তানের অনুপ্রবেশকারী। আমি বলছি না, বিজেপির সাংসদই বলছেন।”
অভিষেকের দাবি, বিজেপি নেতারা নিজেরাই অনুপ্রবেশ নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করছেন। তিনি আরও বলেন, “দু’মাস আগে লোকসভার সাংসদ জগন্নাথ সরকার বলেছেন, যদি বাংলায় বিজেপি ক্ষমতায় আসে, তাহলে ওপার বাংলা আর এপার বাংলার মধ্যে আর কোনও সীমান্ত থাকবে না। অথচ বিজেপি নেতৃত্ব তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি।”
তিনি প্রশ্ন তোলেন, “যদি বিজেপি সাংসদের বক্তব্যে দেশের সীমান্ত বিলীন হয়ে যায়, তাহলে দায় কার? বিএসএফ তো স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে। জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার দায়ও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর চাপানো যায়?”

