অতীত শত্রুতা ভুলে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করলেন তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা। মঙ্গলবার ঢাকার হাসপাতালে খালেদা জিয়ার মৃত্যুসংবাদ প্রকাশ্যে আসার পর লিখিত বার্তায় শোক জানান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী।
শোকবার্তায় হাসিনা লিখেছেন, “বিএনপি চেয়ারপার্সন ও প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। খালেদা জিয়ার প্রয়াণ বাংলাদেশের রাজনীতির জন্য এবং বিএনপির নেতৃত্বের জন্য এক বিরাট ক্ষতি।”
তিনি আরও বলেন, “আমি বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করছি। তাঁর পুত্র তারেক রহমান ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। বৃহত্তর বিএনপি পরিবারের প্রতিও আমার সমবেদনা।”
রাজনৈতিক মহলে এই বার্তাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ ২০০৪ সালের ঢাকার গ্রেনেড হামলার পর থেকে দুই নেত্রীর মধ্যে সম্পর্ক ছিল চরম শত্রুতাপূর্ণ। সেই অতীত ভুলে হাসিনার এই শোকবার্তা বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে নতুন তাৎপর্য বহন করছে।

