নয়াদিল্লি: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজমাধ্যমে লিখলেন, ‘আমি গভীরভাবে শোকাহত’।
মঙ্গলবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন খালেদা জিয়া।
নেত্রীর মৃত্যু সংবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন—
“ঢাকায় প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রয়াণের খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল।
সর্বশক্তিমান ঈশ্বর তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।
আমি ২০১৫ সালে ঢাকায় তাঁর সঙ্গে আমার উষ্ণ সাক্ষাতের কথা স্মরণ করছি। আমরা আশা করি, তাঁর দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে ভবিষ্যতেও পথ দেখাবে। তাঁর আত্মা শান্তি লাভ করুক।”
দুই দেশের সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপটে খালেদা জিয়ার প্রয়াণে ভারতের প্রধানমন্ত্রীর এই শোকবার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
এর আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসও খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রকাশ করেছিলেন। বিএনপি শিবিরে শোকের আবহ নেমে এসেছে।

