ছেলে ঘরে ফেরার ৫ দিনেই প্রয়াত বিএনপি নেত্রী! বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রয়াত। মঙ্গলবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮০ বছর।
দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন খালেদা জিয়া। কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও চোখের জটিলতায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। লন্ডনে কয়েক মাস চিকিৎসা করিয়েও তেমন উন্নতি হয়নি। গত ২৩ নভেম্বর তাঁকে ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ড তাঁকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত ব্যর্থ হন। সোমবার রাতেও ছেলে তারেক রহমান হাসপাতালে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন।
১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। স্বামী মেজর জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। ১৯৯১ সালে বাংলাদেশের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন এবং ২০০১ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসেন। তাঁর রাজনৈতিক জীবন ছিল সংগ্রামী, কখনও রাজপ্রাসাদে, কখনও বন্দিশালায়।
২০২৪ সালের ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানের পর বিএনপি কিছুটা ঘুরে দাঁড়ালেও শারীরিক অসুস্থতার কারণে সক্রিয় নেতৃত্ব দেওয়া সম্ভব হয়নি তাঁর পক্ষে। অবশেষে পদ্মাপাড়ের রাজনীতির আকাশ থেকে খসে পড়ল এক উজ্জ্বল তারা।

