কলকাতা: বিধানসভা নির্বাচনের আর কয়েক মাস বাকি। তার আগেই সোমবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দমদম বিমানবন্দরে পৌঁছেই বিজেপি কর্মীদের ভিড়ের মধ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। এরপর সোজা সল্টলেকের বিজেপি দপ্তরে গিয়ে রাতেই সাংগঠনিক বৈঠকে বসেন শাহ।
সূত্রের খবর, বৈঠকে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। আগামী ছাব্বিশের ভোটকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি, প্রচারের অভিমুখ এবং নির্বাচনী কৌশল নিয়ে প্রাথমিক দিকনির্দেশ দেন শাহ। বিশেষ করে ভোটার তালিকা সংশোধন (SIR), মতুয়া সম্প্রদায়ের আশ্বাস, অনুপ্রবেশ ইস্যু এবং তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রচার—এই চারটি বিষয়কে কেন্দ্র করে আলোচনা হয়।
রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে, এই সফরেই শাহ রাজ্য বিজেপিকে স্পষ্ট বার্তা দেবেন—কোন ইস্যুতে জোর দিতে হবে এবং কীভাবে প্রচার চালাতে হবে। মঙ্গলবার থেকে তিনি একাধিক বৈঠক ও সাংবাদিক সম্মেলনে অংশ নেবেন। বুধবার ঠনঠনিয়া কালী বাড়ি দর্শন এবং সায়েন্স সিটিতে রাজ্যস্তরের নেতৃত্বদের সঙ্গে সভার পর দিল্লি ফিরে যাবেন।
শাহর এই সফরকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই তীব্র চর্চা শুরু হয়েছে। বিরোধীরা বলছে, বিজেপি ভোটের আগে ধর্মীয় আবেগকে কাজে লাগাচ্ছে। অন্যদিকে বিজেপি শিবিরের দাবি, বাংলার মানুষকে দুর্নীতি ও অনুপ্রবেশ থেকে মুক্ত করাই তাঁদের লক্ষ্য।

