আনুমানিক খরচ ২৬২ কোটি টাকা! নিউটাউনে ‘দুর্গা অঙ্গন’-এর শিলান্যাস মুখ্যমন্ত্রীর

কলকাতা: সোমবার নিউটাউনে ‘দুর্গা অঙ্গন’-এর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউটাউন বাসস্ট্যান্ডের উলটোদিকে অ্যাকশন এরিয়া-১-এ প্রায় ১৭ একরেরও বেশি জমিতে গড়ে উঠতে চলেছে এই প্রকল্প।

দিঘার জগন্নাথ মন্দির নির্মাণকারী হিডকোই এবার ‘দুর্গা অঙ্গন’ তৈরির দায়িত্বে রয়েছে। আনুমানিক খরচ ধরা হয়েছে প্রায় ২৬২ কোটি টাকা। মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন, জগন্নাথধামের মতোই একটি স্থায়ী কেন্দ্র তৈরি হবে, যেখানে সারা বছর মানুষ দুর্গাদর্শন করতে পারবেন।

নবান্ন সূত্রে খবর, ‘দুর্গা অঙ্গন’ শুধু ধর্মীয় কাঠামো নয়, বরং বাংলার শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের এক স্থায়ী কেন্দ্র হিসেবেই গড়ে উঠবে। এখানে থাকবে একটি সংগ্রহশালা, যেখানে দুর্গাপুজো ও বাংলার ঐতিহ্য সম্পর্কিত উৎকর্ষের শিল্পকর্ম প্রদর্শিত হবে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই একটি ট্রাস্ট তৈরি করেছেন, যা কাজ এগিয়ে নিয়ে যাবে।

প্রশাসনিক কর্তাদের দাবি, ভবিষ্যতে এটি রাজ্যের অন্যতম বড় পর্যটন ও সাংস্কৃতিক আকর্ষণ কেন্দ্র হয়ে উঠবে। শিলান্যাস কর্মসূচি ঘিরে নিউটাউন জুড়ে ছিল সাজ সাজ রব। মূল মঞ্চের সামনে প্রায় ৫ হাজার দর্শকের বসার ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি সমাজের বিশিষ্টজনও উপস্থিত ছিলেন।

About The Author