কলকাতা: বর্ষশেষে গোটা বাংলায় শীতের দাপট স্পষ্ট। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় শনিবার মরশুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। নতুন সপ্তাহে শীতের আমেজ বজায় থাকলেও ১ জানুয়ারি থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পারদ সাময়িকভাবে বাড়তে পারে।
দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। বাঁকুড়া-বীরভূমে পারদ নেমেছে ৯ ডিগ্রির ঘরে, পশ্চিমের কিছু জায়গায় ৮ ডিগ্রিও ছুঁয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রির মধ্যে থাকতে পারে। কুয়াশার কারণে দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত কমে আসার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে পরিস্থিতি আরও কঠিন। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। ওপরের দিকের পাঁচ জেলায় পারদ ৭ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকবে। মালদা ও সংলগ্ন অঞ্চলে তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিনে উত্তরবঙ্গে বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। কুয়াশার কারণে পরিবহণে সমস্যা দেখা দিতে পারে।

