কলকাতা: বছরের শেষে ভোটমুখী পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার সন্ধ্যায় তিনি কলকাতায় পৌঁছবেন এবং মঙ্গলবার থেকে একগুচ্ছ সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন। রাজ্য বিজেপি সূত্রে খবর, এ বার সফরে মূলত তিনটি ইস্যুতে জোর দিতে পারেন শাহ।
প্রথমত, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে বিজেপির অবস্থান স্পষ্ট করতে পারেন তিনি। বিরোধীরা অভিযোগ তুলেছে, এই প্রক্রিয়ায় সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে। শাহ সেই অভিযোগ নস্যাৎ করে বার্তা দিতে পারেন যে, অনিয়ম রুখতে এবং অনুপ্রবেশ মোকাবিলায় SIR জরুরি।
দ্বিতীয়ত, মতুয়া সম্প্রদায়ের উদ্দেশে সুনির্দিষ্ট বার্তা দিতে পারেন তিনি। সম্প্রতি তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে যে নাম বাদ পড়তে পারে। বিজেপি নেতৃত্ব মনে করছে, শাহ যদি নাগরিকত্ব ও ভোটাধিকার নিয়ে তাঁদের আশ্বস্ত করেন, তা ভোটের আগে কার্যকরী হবে।
তৃতীয়ত, অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে নিশানা করতে পারেন শাহ। প্রশ্ন তুলতে পারেন, রাজ্যের সরকার কার ভোটে তৈরি, বাংলার মানুষের ভোটে, না অনুপ্রবেশকারীদের ভোটে।
রাজ্য বিজেপি সূত্রে আরও জানা গেছে, সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদ প্রসঙ্গ নিয়েও শাহ খোঁজখবর নিয়েছেন। যদিও প্রকাশ্যে এ বিষয়ে মুখ খুলবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

