হুমায়ুন কবিরের বাড়িতে গিয়ে ছেলেকে আটক করল পুলিশ। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে বহরমপুর স্তব্ধ করার হুঁশিয়ারি দিলেন হুমায়ুন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
রবিবার সকালে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবিরের বাড়িতে গিয়ে তাঁর ছেলে গোলাম নবী আজাদ ওরফে রবিনকে আটক করল শক্তিপুর থানার পুলিশ।
হুমায়ুনের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা কনস্টেবল জুম্মা খান অভিযোগ করেন, ছুটি চাইতে গিয়ে তাঁর সঙ্গে হুমায়ুনের উত্তপ্ত বাকবিতণ্ডা হয়। সেই সময় উপস্থিত রবিন তাঁকে মারধর করেন বলে অভিযোগ। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ হুমায়ুনের বাড়িতে গিয়ে রবিনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
ঘটনার পর হুমায়ুন কবির তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে আমার পরিবারের বিরুদ্ধে এই আচরণ করা হচ্ছে। যদি আমার ছেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়, তবে আগামী বৃহস্পতিবার থেকে পুলিশ সুপার অফিস ঘেরাও করে বহরমপুর শহর স্তব্ধ করে দেব।”
হুমায়ুনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বর্তমানে তাঁর তিনজন সরকারি নিরাপত্তারক্ষী রয়েছেন এবং প্রত্যেককে মাসে গড়ে আট দিন ছুটি দেওয়া হয়। রবিবার সকালে জুম্মা খান ছুটি চাইতে গেলে হুমায়ুন রাজি হননি। সেই সময়েই উত্তেজনা তৈরি হয় এবং রবিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে।
এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীরা বলছে, হুমায়ুনের পরিবারকে ঘিরে বারবার বিতর্ক তৈরি হচ্ছে। অন্যদিকে তৃণমূল শিবিরের দাবি, হুমায়ুন কবিরের কর্মকাণ্ড দলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে।

