মমতার নাম-ছবি ব্যবহার করে ভুয়ো ঋণের বিজ্ঞাপন, সতর্কবার্তা রাজ্য পুলিশের

মমতার নাম-ছবি ব্যবহার করে ভুয়ো ঋণের বিজ্ঞাপন, সতর্কবার্তা রাজ্য পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ও ছবি ব্যবহার করে ভুয়ো সরকারি ঋণের বিজ্ঞাপন ছড়িয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো সামাজিক মাধ্যমে এই ধরনের বিজ্ঞাপন ও ভিডিও ছড়িয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা চলছে। রাজ্য পুলিশ জানিয়েছে, এই ধরনের কোনও ঋণ প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক ঘোষিত বা অনুমোদিত নয়। বিজ্ঞাপনগুলি সম্পূর্ণ ভুয়ো ও প্রতারণামূলক। মুখ্যমন্ত্রীর নাম-ছবি ব্যবহার করা অবৈধ ও অননুমোদিত।

পুলিশের তরফে সতর্ক করা হয়েছে, বিজ্ঞাপনে ব্যবহৃত শব্দবন্ধ যেমন— ‘তৎক্ষণাৎ ঋণ’, ‘সিবিল ছাড়াই ঋণ’, ‘সরকার অনুমোদিত ঋণ’, ‘কোনও যাচাই ছাড়াই ঋণ’, এসবই প্রতারণার ইঙ্গিত। বিজ্ঞাপনে ক্লিক করলেই ভুয়ো অ্যাপ বা ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়, যেখানে আধার কার্ড, প্যান কার্ডের তথ্য ও ওটিপি চাওয়া হয়। এরপর অগ্রিম টাকা দাবি করে প্রতারকেরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

রাজ্য পুলিশের পরামর্শ, সরকারি ঋণের দাবি করা কোনও বিজ্ঞাপনে বিশ্বাস করবেন না। অচেনা লিঙ্কে ক্লিক করবেন না, ফোনে ভুয়ো অ্যাপ ইনস্টল করবেন না এবং ব্যক্তিগত তথ্য বা ব্যাঙ্কের ডিটেলস কাউকে দেবেন না। কেউ প্রতারণার শিকার হলে অবিলম্বে সাইবার অপরাধ হেল্পলাইন ১৯৩০-এ যোগাযোগ করতে হবে অথবা সরকারি ওয়েবসাইট cybercrime.gov.in-এ অভিযোগ জানাতে হবে।

About The Author