SIR নিয়ে ফের বিতর্কে বিজেপি। এবার দলেরই রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ সিতাইয়ের সভায় বিস্ফোরক মন্তব্য করে বিজেপিকে অস্বস্তিতে ফেললেন। তিনি বলেন, “কে, কোন দেশি, তা কে প্রমাণ করবে? যাদের হাতে খাতাকলম, তারা নিজেরাই তো বাংলাদেশি? ‘ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সব পাকিস্তানি, রাজ্যপাল বাংলাদেশী’
তিনি আরও দাবি করেন, ভোটার তালিকায় নাম না উঠলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, কোনও সরকারি সুবিধা মিলবে না, এমনকি ডিটেনশন ক্যাম্পে পাঠানো হতে পারে। তাঁর কথায়, “গৃহমন্ত্রী বলেছেন, যাঁদের নাম ওঠেনি তাঁদের বন্দিশিবিরে রাখা হবে। তারপর প্রমাণ করতে হবে, তুমি এদেশি না ওদেশি।”
এই মন্তব্য ঘিরে তৃণমূল কংগ্রেস কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। দলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বলেন, “যে কথাগুলি আমরা এতদিন বলছিলাম, সেই কথাই এখন বিজেপি সাংসদরাই বলছেন। বিজেপির অন্দর থেকেই তৃণমূলের অভিযোগের মান্যতা মিলছে।”
তিনি আরও বলেন, “বিজেপির লক্ষ্য বাঙালি ও বাংলাভাষীদের কোণঠাসা করা। কারণ এই জাতি ইংরেজদের তাড়িয়েছে, মোদি-শাহ জুটিকেও তাড়াতে পারে।”
বিজেপির রাহুল সিনহা অনন্তের মন্তব্যে সাফাই দিয়ে বলেন, “উনি রাজনীতিতে নতুন। বোঝার ভুল করেছেন। হিন্দু বাংলাদেশিদের CAA-র মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হয়েছে। চিন্তার কোনও কারণ নেই।” এর আগে শান্তনু ঠাকুরও SIR নিয়ে মন্তব্য করেছিলেন, “৫০ লক্ষ মুসলমান বাদ গেলে, ১ লক্ষ আমাদের সমাজের মানুষকে যদি একটু স্টপ থাকতে হয়, তাও SIR আমাদের সমস্যা নয়।”

