কলকাতা: বাংলাদেশে নিহত হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার কলকাতায় বাংলাদেশ হাই কমিশন ঘেরাও কর্মসূচি পালন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন একাধিক সাধু-সন্ত ও সংগঠনের প্রতিনিধি। তাঁদের গলায় ঝুলছিল দীপু দাসের ছবি।
শুভেন্দু অধিকারী বলেন, “আমরা এপারে ১০০ কোটি হিন্দুরা, বাংলাদেশের দেড়-দু’কোটি হিন্দুর জন্য লড়ব। অপারেশন সিঁদুরের মতো এদেরও শিক্ষা দিতে হবে।” তিনি দাবি করেন, বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার হামলা হচ্ছে, অথচ কেন্দ্র ও রাজ্য সরকার নীরব দর্শক হয়ে আছে।
এই কর্মসূচিতে অংশ নেওয়া সাধু-সন্তরা জানান, সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন। হাই কমিশনের সামনে বিক্ষোভকারীরা স্লোগান দেন এবং দীপু দাসের হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, কয়েকদিন আগে ময়মনসিংহে দীপু চন্দ্র দাসকে উগ্রপন্থীরা নৃশংসভাবে হত্যা করে। সেই ঘটনার পর থেকেই পশ্চিমবঙ্গে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। শুভেন্দু অধিকারীর এই কর্মসূচি সেই প্রতিবাদেরই অংশ বলে মনে করা হচ্ছে।

