জুম্মার নামাজের পর সিরিয়ার মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত অন্তত ৮

সিরিয়ার হোমস শহরে জুম্মার নামাজ চলাকালীন ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে ওয়াদি আল-ধাহাব এলাকার ইমাম আলি বিন আবি তালিব মসজিদে এই বিস্ফোরণ ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের সময় মসজিদে বহু মানুষ উপস্থিত ছিলেন।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, এটি একটি পরিকল্পিত সন্ত্রাসবাদী হামলা। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, মসজিদের ভেতরে আগে থেকেই বিস্ফোরক বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) পুঁতে রাখা হয়েছিল। বিস্ফোরণের তীব্রতায় মসজিদের জানলার কাচ ভেঙে যায় এবং দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়।

সংবাদ সংস্থা এএফপি এবং সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী এবং অপরাধীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই হামলার নেপথ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ কাজ করছে। এলাকাটি মূলত আলাউই সম্প্রদায় অধ্যুষিত, যা প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নিজস্ব সম্প্রদায় হিসেবে পরিচিত। আসাদ সরকারের পতনের পর থেকেই সিরিয়ায় নতুন করে সাম্প্রদায়িক হিংসা বেড়েছে।

About The Author